কোটাবিরোধী আন্দোলনে 'বাংলা ব্লকেড' কর্মসূচি
চবি শিক্ষার্থীদের বন্দরনগরীর মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ২০:৫৮
চবি শিক্ষার্থীদের বন্দরনগরীর মহাসড়ক অবরোধ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের চট্টগ্রাম নগরীর ২ নং গেট অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবির অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।


৭ জুলাই, রবিবার বিকাল চারটায় চট্টগ্রামের ২ নম্বার গেইট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।


মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' - এর ব্যানারে শিক্ষার্থীরা ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।


শিক্ষার্থীদের দাবি, কোটা পদ্ধতির মাধ্যমে তাদের ওপর জুলুম করা হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ ও অন্যায় সিদ্ধান্ত। এছাড়া এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।


চবির ইসলাম শিক্ষা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মো. কবির হোসাইন বলেন, আমরা যে আন্দোলনে দাঁড়িয়েছি এখানে আমাদের স্বার্থ থেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছি আমরা। কারণ হচ্ছে একটা ক্যান্ডিডেট যখন ৭৫ নাম্বার পেয়ে সুযোগ পাচ্ছে না সেখানে কোটায় ৪০ পেয়ে একজন সুযোগ পেয়ে যাচ্ছে। আসলে আমাদের প্রশ্ন টা ঐ জায়গায় যিনি ৪০ পেয়ে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি কী ৭৫ পাওয়া ক্যান্ডিডেটের যে সার্ভিস দেয়ার কথা সে সার্ভিস দিতে পারবে?


চবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী হোসনে আরা বলেন, কোটা পদ্ধতি সাধারণ শিক্ষার্থীদের উপর চরম পর্যায়ের বৈষম্য। আমাদের দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে মুক্তি পাবার জন্য এখন এই কোটা পদ্ধতি চালু করে মেধাবীদের উপর যদি বৈষম্য করা হয় তাহলে আমরা তা মেনে নিব না।


শিক্ষার্থীরা বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২নং গেট এলাকা অবরোধ করে রাখার পর পায়ে হেঁটে নগরীর লালখান বাজার মোড় অবরোধের জন্য যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাস্তা অবরোধ রেখে রাত ৮টায় ষোলশহর এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com