
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'ডাকাতিয়া' (ঢাবিতে একখণ্ড চাঁদপুর) এর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টের মাস্টার্স ২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিঠু চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশনের উর্দু ডিপার্টমেন্টের শিক্ষার্থী রাসেল হোসেন রিয়াজ।
৪ জুলাই, বৃহস্পতিবার সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর প্রত্যক্ষ ভোটে নেতৃত্বদ্বয় নির্বাচিত হয়েছেন। সংগঠনটি ভ্রাতৃত্ব, শিক্ষা, প্রগতি এই স্লোগানকে ধারণ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাচ্ছে।
সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মিঠু চন্দ্র শীল বলেন, সংগঠনকে আরো গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। ডাকাতিয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা।
নির্বাচনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ফয়েজ উল্লাহ মানিক, মাহমুদ রাসেল, কাউসার হামিদ, আবু সুফিয়ান, সরকার জহির রায়হান, বাদশা শাওন, আনফাল সরকার পমন, শাহ-পরাণ খান, বোরহান উদ্দিন, জাবেদ খান, সিদ্দিকী মহসিন পাটোয়ারী, নিজাম উদ্দীন, বাহা উদ্দীন, জহির খান, লুৎফর রহমান সাকিব, শরিফ হোসাইন, হাসান জাহাঙ্গীর সুজন, আব্দুর রাজ্জাক খান, রাসেল হোসাইন, সাইফুল ইসলাম রনি, আবদুল্লাহ শামীম, আব্দুল কাদের শিমুল, ফাহিম মানতাছির মাহমুদ, রাকিবুল হাসান, মাহবুব আলম প্রমুখ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]