
১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম নগরীর ২ নং গেট অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এতে নগরীর ব্যস্ত এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শনিবার (৬ জুলাই) ক্যাম্পাস থেকে বিকাল ৪টার শাটলে করে এসে এ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল ৫টা-৬টা পর্যন্ত দীর্ঘ এক ঘন্টার অবরোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দলোনের অবস্থান চৌরাস্তার মোড়ে হওয়ায় নগরীর ২ নম্বর গেট- মুরাদপুর, ২ নম্বর-জিইসি, বায়েজিদ-২ নম্বর এবং ২ নম্বর- চকবাজার রোডের প্রবেশপথ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশে শিক্ষার্থীদের ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘এদেশের শিক্ষা ও চাকরি কারো বাপ-দাদার উত্তরাধিকার নয়’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধার বিকাশ জারি থাক’, ‘বাপ দাদারা অস্ত্র ধরলে, কলম ধরতে ভয় কিসের বন্ধু’, ‘ রাষ্ট্র তুমি কার? কোটার না মেধার?’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. রাসেল আহমেদ জানান, আগামীকাল (৭ই জুলাই) আমরা আড়াইটার শাটলে করে শহরে এসে পুনরায় আমাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবী মানা না হবে আমাদের আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্তই চলবে।
আন্দোলনে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত সেই ৪টি দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো-
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।
২. ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত ৬ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]