
১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বৈষম্যে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শহীদ এলাকা থেকে ২ কিলোমিটার দূরত্বের রাস্তা পায়ে হেঁটে গিয়ে এ অবরোধ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালনের পর বারোটার দিকে পায়ে হেঁটে গিয়ে চট্টগ্রাম- রাঙামাটি মহাসড়কে এ অবরোধে যান শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধে তীব্র যানজট তৈরি হয়। এ সময় সড়কের উভয় লেনে প্রায় ২ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশে শিক্ষার্থীদের ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি, কোটা পদ্ধতির মাধ্যমে তাদের ওপর জুলুম করা হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ ও অন্যায় সিদ্ধান্ত। এছাড়া এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইদ বিন হাবিব বলেন, কোটা বাতিলের জন্য আমরা রাজপথে নেমেছি। কারণ কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে। এতে মেধাবীদের শ্রমকে ও তাদের চেষ্টাকে নিয়ে প্রহসন করা হচ্ছে। আমরা কোটা পদ্ধতি বাতিল চাই।
ইসলাম শিক্ষা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মোঃ কবির হোসাইন বলেন, আমরা যে আন্দোলনে দাঁড়িয়েছি এখানে আমাদের স্বার্থ থেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছি আমরা। কারণ হচ্ছে একটা ক্যান্ডিডেট যখন ৭৫ নাম্বার পেয়ে সুযোগ পাচ্ছে না সেখানে কোটায় ৪০ পেয়ে একজন সুযোগ পেয়ে যাচ্ছে। আসলে আমাদের প্রশ্ন টা ঐ জায়গায় যিনি ৪০ পেয়ে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি কী ৭৫ পাওয়া ক্যান্ডিডেটের যে সার্ভিস দেয়ার কথা সে সার্ভিস দিতে পারবে?
আন্দোলনে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত সেই ৪টি দাবি উত্থাপন করে। তাদের দাবিগুলো হলো-
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।
২. ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আন্দোলন শেষে শিক্ষার্থীরা জানান, আগামীকাল (৫ই জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ করা হবে। তবে দাবি পূরণ করা না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে বলে সাধারণ শিক্ষার্থীরা হুঁশিয়ার উচ্চারণ করেন।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]