শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতিতে স্থবির চবি ক্যাম্পাস
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৯:০৭
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতিতে স্থবির চবি ক্যাম্পাস
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে টানা চতুর্থদিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি শিক্ষকবৃন্দ।


শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতিতে শামিল হন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।


বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকবৃন্দ শিক্ষক সমিতির কার্যালয়ে এবং কর্মচারী সমিতি প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচি পালন করেন।


কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, 'আমাদের সুনির্দিষ্ট তিনটি দাবির প্রেক্ষিতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। আগামী শুক্রবার ও শনিবারের মধ্য আমাদের জন্য পজিটিভ কোন সিদ্ধান্ত না আসলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।


তিনি আরো বলেন, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অস্বীকার করার কিছুই নেই, কিন্তু আমরা একটা কথা বারবার বলতেছি যে দাবিগুলো দিয়েছি প্রকৃত পক্ষে আমরা যারা এখন শিক্ষকতা করছি আমাদের স্বার্থের কোন ক্ষতি হচ্ছে না তা আমরা প্রজ্ঞাপনে দেখতে পাচ্ছি। তবে ভবিষ্যতে যারা শিক্ষকতা পেশায় আসবে তারা সুবিধা থেকে বঞ্চিত হবে। শিক্ষার্থীদের যেটুকু ক্ষতি হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসলে প্রশাসনের সাথে কথা বলে অতিরিক্ত ক্লাস, এসাইনমেন্ট, অনলাইন ক্লাস ইত্যাদি দিয়ে আমরা শিক্ষার্থীদেকে ক্ষতিটা পুষিয়ে দিব।


বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোন বন্ধ ঘোষণা করা হয়নি।


চবি কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুন বলেন, 'সরকার যে প্রত্যয় স্কিম চালু করেছে সেটাতে যে সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে তাতে বৈষম্য দেখা যাচ্ছে। একই প্রতিষ্ঠানে দুই ধরনের নিয়ম থাকায় তা আমাদের জন্য হুমকি হতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করবো এই চলমান পেনশন বাতিল করা হোক। বিশ্ববিদ্যালয় চলার একটা নিজস্ব কাঠামো আছে, কেন আমাদের এখানে হাত দিবেন? আমরা কেন্দ্রীয় নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।'


এদিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন শিডিউল অনুযায়ী চললেও দাপ্তরিক কাজ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com