
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এ আবারও উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার।
৩ জুলাই, বুধবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে।
উপচার্য হিসেবে তার নিয়োগ দেওয়ার পর কিছু শর্ত আরোপ করা হয়। নিয়োগের মেয়াদ চার বছর হবে। এছাড়াও তিনি এ পদে অব্যবহিত পূর্বে পদের সব ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতাদি ভোগ করবেন।
এছাড়াও তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়,জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। গত ২৪ জুন প্রথম মেয়াদে তার কার্যদিবস সমাপ্ত হয়। অধ্যাপক সত্য প্রসাদ এর আগে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন।
বিবার্তা/এম আই/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]