তৃতীয় দিনে গড়াল 'প্রত্যয়' স্কিম বাতিল দাবি আন্দোলন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১৪:১১
তৃতীয় দিনে গড়াল 'প্রত্যয়' স্কিম বাতিল দাবি আন্দোলন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে ১ জুলাই থেকে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। ধারাবাহিক আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংসহ সকল অফিস-কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।


বুধবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা।


এসময় আন্দোলনকারীরা অর্থমন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে কূপমণ্ডুপ আখ্যা দেন এবং অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এ সময় তারা বলেন 'প্রত্যয়' স্কিম আপাদমস্তক একটি বৈষম্যমূলক স্কিম।আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে 'প্রত্যয়' স্কিম একটি পরিকল্পিত পাঁয়তারা।


এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আকরাম হোসেন বলেন, চাকরিজীবীদের জন্য আলাদা আলাদা স্কিম করার মাধ্যমে এক দেশে দুই নীতিতে পরিণত হয়েছে। সরকারের বিপক্ষের কোনো এক কুচক্রীমহল আমাদেরকে সরকারের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করেছে। বিষয়টি সরকারের খুব সুক্ষ্মভাবে খতিয়ে দেখা উচিত। অবিলম্বে এমন অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোত্তালিব বলেন, বৈষম্যহীন সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। যে অধিকার জাতির জনক দিয়ে গেছেন সেই অধিকার হনন করার অধিকার কারো নেই। আমরা বৈষম্যমূলক প্রত্যয় স্কিম চাই না।


স্কিমের চমৎকার নাম দিয়ে পরিকল্পিতভাবে প্রতারণা করা হচ্ছে জানিয়ে মাহমুদা আক্তার সুমি বলেন, সুন্দর সুন্দর শব্দ দিয়ে কুৎসিত প্রতারণার জাল বুনা হচ্ছে। এ স্কিম আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সরকার আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাব।


অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অযাচিত ব্যক্ত করে কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন, প্রত্যয় স্কিম কেউ চায় না। তবে কেনো আমাদেরকে জোর করে এসব গেলানো হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদেরকে সরকারের মুখোমুখি দাড় করানো হয়েছে। যারা এমন ন্যাক্কারজনক অপকর্ম ঘটিয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।


বিবার্তা/মাহির/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com