ঝড়বৃষ্টি উপেক্ষা করে ঢাবি শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলমান
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৮:৩২
ঝড়বৃষ্টি উপেক্ষা করে ঢাবি শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলমান
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহানের বিরোধিতা করে ফের আন্দোলন গড়ে তুলেছে।


আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয় শতশত শিক্ষার্থী। এ সময় ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে গণপদযাত্রা করেন তারা।


পদযাত্রাটি সেন্ট্রাল লাইব্রেরি থেকে নীলক্ষেত- নিউমার্কেট- সায়েন্সল্যাব হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। সেখানে অংশ নেয় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী। এ সময় পদযাত্রায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা 'কোটা না মেধা, মেধা মেধা', 'কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো', 'আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার' ইত্যাদি স্লোগান দিয়ে কোটা পুনর্বহালের প্রতিবাদ জানায়।


আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ অবরুদ্ধ করে বলেন, সাংবিধানে স্বাধীনতা, সাম্যের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটের বাইরে গিয়ে গুটিকয়েক শিক্ষার্থী হাইকোর্টে রিট করে কোটার পুনর্বহাল সারা বাংলার শিক্ষার্থীরা মেনে নেবে না। কোটা পুনর্বহাল বাতিল করার জন্য আমারা রাজপথে লড়াই করে যাব।


স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আজ আমরা বৈষম্যের শিকার হচ্ছি। যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা কঠোর প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।


এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চারদফা দাবি জানান।


>> ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অনধিক ১০% কোটা রেখে কোটা পুনর্বন্টন বা সংস্কার করতে হবে।


>> সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা না যাবে না।


>> কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।


বিবার্তা/মাহির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com