ইবিতে তৃমুখী আন্দোলনে; ক্লাস-পরীক্ষা বন্ধ
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৭:৩৪
ইবিতে তৃমুখী আন্দোলনে; ক্লাস-পরীক্ষা বন্ধ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সর্বজনীন পেনশন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শিক্ষক ও কর্মকর্তাদের সর্বাত্মক আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার (২ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।


এদিকে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


অন্যদিকে কোটা পদ্ধতি বহালের দাবিতে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইবি শাখা।


তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম বর্জন করে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচলতলার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। দাবিগুলো হলো, সর্বজনীন পেনশন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।


সার্বজনীন পেনশন স্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহারের এক দফা দাবিতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। একই দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি।


বিবার্তা/জায়িম/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com