আন্দোলনে অচল ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১৯:১৮
আন্দোলনে অচল ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবি সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শিক্ষক ও কর্মকর্তাদের সর্বাত্মক আন্দোলনে অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।


১ জুলাই, সোমবার ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম বর্জন করে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।


এছাড়া জাতীয় স্বার্থে শিক্ষার্থীদেরকেও আন্দোলনে শামিল হতে আহ্বান জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আনোয়ার হোসেন।


তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিলো। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে চলমান এ সংকটে শিক্ষার্থীদেরও এগিয়ে আসা উচিৎ। শিক্ষক শিক্ষার্থীরা একসাথে থাকলে কোনো কুচক্রী মহল শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রের সাহস করবে না।


এদিকে সার্বজনীন পেনশন স্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহারের এক দফা দাবিতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।


বিবার্তা/জায়িম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com