
ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন ২০২৪ শুরু হয়েছে।
২৬ জুন, বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ধর্মীয় আচারের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বর্তমানে উপাচার্য অধিবেশনের অভিভাষণ প্রদান করছে।
সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করবেন। উপাচার্যের অভিভাষণ ও কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেটের ওপর সিনেট সদস্যরা আলোচনায় অংশ নেবেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]