বাউবির এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ৫৮
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৬:৪৩
বাউবির এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ৫৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।


২৩ জুন, রবিবার ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর হাতে এ ফলাফল তুলে দেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।


এ পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮। বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।


শিক্ষার্থীদের মধ্যে ৫ জন এ+ , ৭০৪ জন এ, ২ হাজার ১৩৮ জন এ- , ২ হাজার ৭২২ জন বি , ২ হাজার ১৬১ জন সি এবং ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com