
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানের ভুল চাহিদায় নিয়োগ বঞ্চিতদের দ্রুত প্রতিস্থাপন করা হবে। ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের তাদের শিগগিরই প্রতিস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তিতে যারা ভুল চাহিদায় সুপারিশ পেয়েছিলেন তাদের প্রতিস্থাপনের বিষয়ে আমাদের একটি সভা হয়েছে। দ্রুত এসব প্রার্থীদের নতুন প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হবে। ঈদের ছুটির পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, প্রতিস্থাপন হতে যাওয়া প্রার্থীদের নিজ জেলায় সুপারিশের চেষ্টা করা হচ্ছে। তবে পদ ফাঁকা না থাকলে নিজ জেলার বাইরে তাদের সুপারিশ করা হবে। একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছে।
এর আগে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদার কারণে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি। নিয়োগবঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ বরাবর স্মারকলিপি জমা দেন। অবশেষে ভুক্তভোগী প্রার্থীরা প্রতিস্থাপন হতে যাচ্ছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]