‘হাইকোর্টের রায় অমান্য বুটেক্স উপাচার্যের, বছরের পর বছর ছাত্রী হয়রানি’
সংবাদ প্রকাশে বুটেক্সের প্রতিবাদ লিপি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ২২:৪৯
সংবাদ প্রকাশে বুটেক্সের প্রতিবাদ লিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

“হাইকোর্টের রায় অমান্য বুটেক্স উপাচার্যের, বছরের পর বছর ছাত্রী হয়রানি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি বুধবার (১২ জুন) দৈনিক জনকণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে।


১৩ জুন, বৃহস্পতিবার বুটেক্সের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।


প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দীর্ঘদিন ধরেই প্রশাসনিক ও একাডেমিক অনিয়মে জর্জরিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দুর্নীতি, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ব্যক্তিগত আক্রোশ থেকে পরীক্ষার্থীদের অকৃতকার্য করানো, বিদেশি লেখকের গবেষণাপত্র চুরি করে নিজের নামে বই ছাপানো সহ একাধিক অভিযোগের পর এবার আদালত অবমাননা করলো বুটেক্সের উপাচার্য শাহ আলিমুজ্জামান বেলাল, যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভিত্তিহীন।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ইওরমা শায়ের জাহানকে শিক্ষার্থী ও শিক্ষকের সংঘবদ্ধ চক্রের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরীক্ষায় অকৃতকার্য করে ফল স্থগিত রেখে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ও শেষ বর্ষে আসা সত্ত্বেও ইন্টার্নশিপ না করতে দিয়ে চার বছরের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে দীর্ঘ প্রায় আট বছর ধরে আটকে রাখা হয়েছে।


উল্লিখিত তথ্যগুলি ভিত্তিহীন এবং এটি আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে। বুটেক্স শিক্ষক সমিতি এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সাথে উক্ত পত্রিকার মাধ্যমে সংশোধনী প্রকাশের জন্য সম্পাদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে।


বিবার্তা/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com