চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরের বাজেট অনুমোদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ২১:০৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরের বাজেট অনুমোদন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৩৯ কোটি ১৬ লক্ষ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) কর্তৃপক্ষ।


১৩ জুন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এফসি ও সিন্ডিকেটের ৬০ তম যৌথ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।


এফসি ও সিন্ডিকেটের যৌথ এ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দার চৌধুরী, এফসি ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, এফসি সদস্য প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. সুলতান আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, মোহাম্মদ আলী, মো. মোয়াজ্জেম হোসাইন, এস এম ফজলুল হক এবং সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।


সভায় অনলাইনে অংশগ্রহণ করেন সিন্ডিকেট সদস্য ড. মো. ওমর ফারুক।


সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করে উপাচার্য ড. মো. আবু তাহের বলেন, বিজ্ঞ এফসি ও সিন্ডিকেট সদস্যবৃন্দের সুচিন্তিত মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধিকতর সহায়ক ভূমিকা রাখবে।


সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।


উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


বিবার্তা/মহসিন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com