যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মর্জিনা আক্তার। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এম এম কলেজ) অধ্যক্ষ।
৩০ মে, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে যশোর শিক্ষা বোর্ডে পদায়ন করে আদেশ জারি করে।
তিনি সদ্য অবসরে যাওয়া চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবের স্থলাভিষিক্ত হলেন।
অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এম এম কলেজ) উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয় তার। ২০২২ সালের ৮ মার্চ একই কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]