ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। ২৬ মে যে-সব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে আরও দুইদিনের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদালয় কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে ৫ জুনের পরীক্ষা ৬ জুন এবং ২৭ জুনের পরীক্ষা ২৯ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিনের সই করা সংশোধিত রুটিন থেকে এসব তথ্য জানা গেছে।
সংশোধিত রুটিনে বলা হয়েছে, উল্লিখিত তিনদিন ছাড়া গত ১৮ এপ্রিল প্রকাশিত রুটিন অনুযায়ী অন্য সব দিনের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত জরুরি যেকোনো তথ্যের প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মু. সাইফুল ইসলাম নিশাতের ০১৩১৩-০৫২৩৬১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]