
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আকতার হোসেন।
২০ এপ্রিল, শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ ন ম ইকবাল হোসেন অসুস্থ থাকায় এবং তার অর্জিত মেডিকেল ছুটি শেষ হওয়ায় এ পদে নতুন নিয়োগ দেয়া হয়।
এদিকে শনিবার বেলা ১১টায় বিভাগটির সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন নতুন সভাপতি।
এসময় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, বিভাগের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। এছাড়া সকল কাজকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবো। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]