দাওরায়ে হাদিসের ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৭
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কওমি মাদরাসাগুলোর সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীন দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (৮ এপ্রিল) প্রকাশিত হবে।


৭ এপ্রিল, রবিবার বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।


এ সময় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।


ফলাফল প্রকাশের পর দুটি লিঙ্কে ঢুকে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে।


সব মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।


বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সব মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন বলে জানান তিনি।


গত ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে চলে ৩ মার্চ পর্যন্ত। এই পরীক্ষায় সর্বমোট ৩১ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ১৪৫ এবং ছাত্রী ১৪ হাজার ৮৫৪।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com