জবি শিক্ষার্থীর আত্মহত্যা, অভিযুক্তদের গ্রেফতারে ১২ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৭:৪২
জবি শিক্ষার্থীর আত্মহত্যা, অভিযুক্তদের গ্রেফতারে ১২ ঘণ্টার আল্টিমেটাম
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ৬ দফা দাবি উত্থাপন করে বিক্ষোভ মিছিল শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।


১৬ মার্চ, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, পোস্টারে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে।


দ্রুত সময়ে তদন্ত সম্পন্ন করা এবং সুষ্ঠু বিচারের প্রত্যাশায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।


এ সময় শিক্ষার্থীরা আত্মহত্যায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।


বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট ৬ দফা দাবি পেশ করে। দাবিগুলো হলো;


১। অবন্তিকার হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
২। সহপাঠী আম্মানের গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং শিক্ষক দ্বীন ইসলামকেও অবিলম্বে গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে।
৩। অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
৪। ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে এবং ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।
৬। বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়ন সেল কার্যকর করতে হবে।


বিবার্তা/রুদ্র/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com