কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১১তম শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাদা দল সমর্থিত মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সুলাইমান।
এ ব্যাপারে তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা এবারের শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছি না। জাতীয় নির্বাচন পরিস্থিতি বিবেচনায় আমাদের এই সিদ্ধান্ত।
যে নির্বাচন ভন্ডুল হয়েছিল সেই নির্বাচন আপনারা প্যানেল দিয়েছিলেন, এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, সেই সময়ে নির্বাচনের একটি পরিবেশ বিরাজ করছিল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]