বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৯ জানুয়ারি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৯
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৯ জানুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৯ জানুয়ারি।


রবিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


মোহাম্মদ আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ২২ ও ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বরাদ্দকৃত বিষয় অনুযায়ী ভর্তি ফি পরিশোধ করতে হবে। বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে ফি দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।


যদি কেউ ২২ ও ২৩ জানুয়ারি ভর্তি হতে না পারেন, তাহলে ২৪ জানুয়ারি ৫০০ টাকা বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন। এ ছাড়া এর সঙ্গে শিক্ষার্থীদের রক্তের গ্রুপও জানাতে হবে।


বিবার্তা/রাসেল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com