এমপিওভুক্ত হলো আরও ২৫৫ শিক্ষাপ্রতিষ্ঠান
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ২১:৫৩
এমপিওভুক্ত হলো আরও ২৫৫ শিক্ষাপ্রতিষ্ঠান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন করে আরও ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, সর্বশেষ ঘোষিত তালিকায় যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাদ পড়েছিল সেগুলো পরে আপিল করার সুযোগ পেয়েছিল। শুনানি শেষে যেসব প্রতিষ্ঠানের দাবি ন্যায্য বলে প্রমাণিত হয়েছে শুধু সেগুলোকে নতুন করে এমপিওভুক্তির তালিকায় যুক্ত করা হয়েছে।


নতুন তালিকায় দেখা গেছে, এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। পাশাপাশি ৩৩টি মাদ্রাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭টি এইচএসসি বিএমটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।


বিবার্তা/রাসেল/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com