
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১--২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
২৭ জুন, সোমবার দুপুর ১ টায় আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা), কলা অনুষদের ডিন ড. আব্দুল বাসির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৯৬ দশমিক ৫ নম্বর পেয়ে ১ম অবস্থানে রয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহনুল কবির নোয়েল। ৯৬ দশমিক ২৫ নম্বর পেয়ে ২য় অবস্থানে রয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া তাসনিম। ৯৬ দশমিক ২৫ নম্বর পেয়ে ৩য় অবস্থানে রয়েছেন সাবরিন আক্তার কেয়া। তার উচ্চমাধ্যমিক কলেজের নাম সরকারি নাজিমুদ্দিন কলেজ, বরিশাল।
এবার ঢাবির ‘খ’ ইউনিটে আবেদনকৃত ৫৮ হাজার ৫৫১ শিক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার ৯৭২ অংশ গ্রহণ করেন। পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
গত ৪ জুন রাজধানী ও সাতটি বিভাগীয় শহরে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ হাজার ৭৭৮ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৫৮ হাজার ৫৫১টি।
যেভাবে জানা যাবে ফল
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এ ছাড়া আবেদনকারীরা রবি, এয়াটেল, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল অপারেটর থেকে DU KHA (roll no) টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ থেকে ২১ জুলাই বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের ফরম পূরণ করতে হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৯ জুন থেকে ৬ জুন পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
বিবার্তা/সাইদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]