
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনদ শাখা নথিপত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি শাখা। যেখানে সনদ তুলতে গিয়ে নানা ধরনের হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে হয় শিক্ষার্থীদের। অনেক সাবেক শিক্ষার্থী সনদ সংগ্রহের জন্য কর্মস্থল থেকে এসেও সনদ সংগ্রহ না করে ফিরে যেতে হয়।
বুধবার (১৮ মে) শিক্ষার্থীদের হয়রানি ও বিড়ম্বনা থেকে মুক্ত করতে সনদ শাখাকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন সরকার।
তিনি বলেন, সনদপত্র তুলার জন্য ব্যাংকে টাকা জমা দিতে হতো, অটোমেশনের আওতায় আসলে অনলাইনে টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা সনদপত্র তুলতে পারবে। ফলাফল তৈরির পরের দিন থেকেই সনদ তুলতে পারবে শিক্ষার্থীরা। তবে তা বাস্তবায়ন হতে কিছুদিন সময় লাগতে পারে।
অটোমেশনের আওতায় আসলে একজন শিক্ষার্থী কি কি সুযোগ সুবিধা পাবে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অটোমেশনের ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা ও কমিটি গঠন করা হয়েছে। এটা পুরোপুরি চালু হলে শিক্ষার্থীদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে তা নিয়ে আমরা বসবো এবং সিদ্ধান্ত নিবো।
বিবার্তা/সজল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]