শিরোনাম
আপাতত সশরীরেই চলবে খুবির শিক্ষাকার্যক্রম
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৬
আপাতত সশরীরেই চলবে খুবির শিক্ষাকার্যক্রম
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলমান কোভিড পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্লাস আপাতত সশরীরে চালু রাখার নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। একই সাথে অনলাইনের প্রস্তুতি এবং প্রয়োজনে মিক্সড পদ্ধতি অনুসরণের কথাও বলেন।


বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন মিলনায়তনে চলমান কোভিড-১৯ পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নিয়ে একাডেমিক প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।


কোভিড পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বেশকিছু দিক-নির্দেশনা দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি এখনো টিকা গ্রহণ না করে থাকে, তাহলে তাদেরকে খুঁজে বের করে তালিকা প্রণয়ন এবং বিশেষ ব্যবস্থায় টিকা গ্রহণের সুযোগ করে দিতে নির্দেশনা দেন।


সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক প্রভোস্টবৃন্দ ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/তুরান/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com