
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামণিক। রাষ্ট্রপতি আব্দুল হামিদ চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক (পিআরএল) মো. অবাইদুর রহমান প্রামনিককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিতে সম্মতি জানিয়েছেন।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানী ভাতা প্রাপ্ত হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যন্য সুবিধাও ভোগ করবেন।
এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ তার চার বছরের কার্যকালের শেষ কর্মদিবস ছিলো।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]