শিরোনাম
‘টিকার আওতায় এসেছে ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী’
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৪:৪৩
‘টিকার আওতায় এসেছে ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


উপাচার্য বলেন, এক সপ্তাহ আগের হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় আসে। এখন এ হার প্রায় ৯৬ শতাংশ হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করেছি। আমাদের শিক্ষার্থীরা খুবই সচেতন। সবাই স্বেচ্ছায় টিকা নিয়েছে।


কেন্দ্র পরিদর্শন বিষয়ে তিনি বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্যবিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরো সর্তক ও তৎপর হতে হবে।


পরের বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যান্য বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে কি না এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এবার করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা ঢাকার বাইরে পরীক্ষা নিইনি। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কষ্ট কমানো। আমাদের এ অভিজ্ঞতা সামনেও কাজে লাগবে।


উল্লেখ্য, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে তিন লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। ইতোমধ্যে ক, খ, চ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষার মাধ্যমে ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা শেষ হবে।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com