শিরোনাম
শেকৃবিতে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কর্মশালা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ২১:৪৮
শেকৃবিতে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কর্মশালা
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) তে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া।


এ সময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর ড. হারুন-অর-রশিদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন আব্দুল লতিফ, অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. লাম ইয়া আসাদ, ফিশারিজ, একুয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন ড. শাহাবুদ্দিন, আইকিউএসির পরিচালক ড. আসাদুজ্জামান খানসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই এর টেকনোলজি প্রধান মো. ফারুক আহম্মেদ জুয়েল, ন্যাশনাল কনসালটেন্ট গোলাম মোহাম্মদ ভূঁইয়া, শেকৃবির ফ্যাব ল্যাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এইচ. এম. সোলাইমান।


এসময় বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন বিষয় তুলে ধরেন। কৃষিতে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, ডিজিটাল বাংলাদেশে আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই ৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লবে আমরা অনেক কিছুই নিতে পারিনি ৷ আমাদের চিন্তা চেতনায়, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়গুলো যুক্ত করতে হবে। আমরা যা তৈরি করছি তা মানুষের সাথে মেলবন্ধন করতে হবে৷


বিবার্তা/তানিম/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com