শিরোনাম
ব্লাড ক্যানসার ইবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬
ব্লাড ক্যানসার ইবি শিক্ষার্থীর মৃত্যু
ইবি প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্লাড ক্যানসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আব্দুর রাকিব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।


রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।


বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন রাকিব। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও অসুস্থতার কারণে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নেন। দ্বিতীয় সেমিস্টারের প্রথম পরীক্ষায় অংশ নিলেও বাকি পরীক্ষাগুলো দিতে পারেননি।


তার জানাজা নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ সদরের চরইসলামাবাদ গ্রামে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। পরে স্থানীয় ভাদুপন্ডিত কবরস্থানে তাকে দাফন করা হয়।


বিভাগের সভাপতি অধ্যাপক সাইয়েদ মাকসুদুর রহমান বলেন, আমরা একজন মেধাবী ছাত্রকে হারালাম। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com