শিরোনাম
অনলাইন পরীক্ষার মধ্যে মাকে হারালেন ঢাবি ছাত্র
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯
অনলাইন পরীক্ষার মধ্যে মাকে হারালেন ঢাবি ছাত্র
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনলাইন সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে নিজের মাকে হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র মোহাম্মদ রাজীব।


রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জুমে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। আর সবার মতো জুম প্ল্যাটফর্মে পরীক্ষায় অংশ নেন মোহাম্মদ রাজীব। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকের কাছে মায়ের অসুস্থতার কথা বলে ‘লিভ’ নেয়ার অনুমতি চান।


কিছুক্ষণ পর মোবাইল নম্বরে কল করে ওই শিক্ষককে রাজীব কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা আর নেই’। এ খবর পাওয়ার পর তার সহপাঠীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। রাজীবের সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন।


রাজীবের এক বন্ধু মো. শরিফ মিয়া। তিনিও পরীক্ষা দিচ্ছিলেন। শরিফ মিয়া বলেন, পরীক্ষা শুরু হওয়ার আধঘণ্টা পরেই কে যেন হঠাৎ চিৎকার করে ওঠে। লেখা বন্ধ রেখে হঠাৎ মোবাইলের ডিসপ্লের দিকে তাকাতেই দেখি বন্ধু রাজীবের চোখের পানি ঝরছে। শুধু আর্তনাদ করে বলছে- ম্যাম, আমি কি লিভ নিতে পারি? আমি কি বের হয়ে যেতে পারি? আমার মা খুব অসুস্থ, মা কেমন যেন করছে।


এরপর সঙ্গে সঙ্গে তাকে লিভ নেয়ার অনুমতি দেন ওই শিক্ষিকা। শরিফ মিয়া জানান, রাজিব আর পরীক্ষায় ফেরেনি, পরীক্ষাও দেয়নি। পরীক্ষা শেষ হওয়ার পরেই জানতে পারলাম রাজিবের মা আর দুনিয়ায় নাই।


বিবার্তা/রাসেল/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com