শিরোনাম
বিধিনিষেধ শিথিল হলে ৪১তম বিসিএসের ফল
প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৭:৫৩
বিধিনিষেধ শিথিল হলে ৪১তম বিসিএসের ফল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পেরিয়ে গেছে। ফলাফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি। তবে পিএসসি সূত্র বলছে, ঈদের পর বিধিনিষেধ শিথিল হলেই ফলাফল প্রকাশ করা হবে।


পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বিধিনিষেধের মধ্যেও আমরা জরুরি কাজগুলো করছি। এটি কিছুটা শিথিল হলেই অল্প সময়ের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেবে পিএসসি।


পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, বিধিনিষেধ শিথিল হলে সর্বোচ্চ এক সপ্তাহ সময় পেলেই পিএসসি ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।


এদিকে যথাসময়ে ৪১তম বিসিএসের ফল প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন কয়েকজন প্রার্থী। তারা জানান, এই চাকরির পরীক্ষার ফল সঠিক সময়ে প্রকাশ না হওয়ায় তারা হতাশ। ফল প্রকাশের পর তারা জানতে পারতেন লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন। সামনে সেই লক্ষ্য না থাকায় লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে পারছেন না। ফল প্রকাশ হলে অন্তত পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেতেন। আরেক ফলপ্রার্থী বলেন, বিসিএসের প্রস্তুতি নিলে অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতিও নেয়া যায়। তাই ফল প্রকাশ হলে তাদের পড়াশোনায় গতি আসবে বলে তার ধারণা।


করোনার প্রকোপ কমে আসায় এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। করোনায় পরীক্ষা কীভাবে হবে, সমস্যা হবে কিনা, এটা নিয়ে শঙ্কা থাকলেও বেশ ভালোভাবেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয় দেশের ৮টি বিভাগীয় শহরে। সেই পরীক্ষার চার মাস হলো। কিন্তু করোনাসহ নানা কারণে পিএসসির পক্ষে এখনো ফল প্রকাশ সম্ভব হয়নি।


বিবার্তা/রাসেল/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com