শিরোনাম
অগ্নিকাণ্ডের সংকেত দিবে রোবট 'ব্লুবেরি'
প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৬:১৪
অগ্নিকাণ্ডের সংকেত দিবে রোবট 'ব্লুবেরি'
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সঞ্জিত মন্ডলের নেতৃত্বে 'ব্লুবেরি' নামক মানবাকৃতির একটি রোবট তৈরি করেছে টিম "কোয়াণ্টা রোবটিক্স"। এ প্রজেক্টে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)।


রোবটটি তৈরি করতে প্রায় সাড়ে ৩ মাসের মতো সময় লেগেছে বলে জানান দলনেতা সঞ্জিত মন্ডল। এ দলের বাকি সদস্যরা হলেন আইসিটি বিভাগের জুয়েল দেবনাথ ও সিএসই বিভাগের মিষ্টু পাল।


রোবটটি মানুষের মতো আচরণ করাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এছাড়াও বাসাবাড়িতে গ্যাস লিকেজ কিংবা আগুন লাগার মত অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজেও এটি ব্যবহার করা যেতে পারে। রোবোটটি আরেকটু উন্নত করা গেলে এটি দিয়ে করোনার স্যাম্পলও কালেক্ট করা যাবে বলে মত টিম 'কোয়াণ্টা রোবটিক্স'র।


প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে এবং বাচ্চাদের বিনোদন দিতে যেকোনো প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে নতুন কিছু শেখানোর কাজেও ব্যবহার করা যাবে এটিকে।


এ রোবটটিতে ব্যবহার করা হয়েছে রাসবেরি পাই মাইক্রো প্রসেসর ও আর্দুইনো মেগা মাইক্রোকন্ট্রোলার।


রোবটটির ব্যাপারে সঞ্জিত মন্ডল বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আবু মুসা আসারী ভাইয়ের সহযোগিতা পেয়েছি কাজটি করার সময়। দেশের সকল স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের রোবট তৈরিতে আকৃষ্ট করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি। ভবিষ্যতে এ রোবটটিকে আরো উন্নত করা সম্ভব। প্রায় প্রতিদিনই আপডেট নিতে সক্ষম রোবটটি। সামনে আরো নতুন অনেক কাজ করার ইচ্ছা আছে রোবট নিয়ে।'


প্রসঙ্গত, সঞ্জিত মন্ডলের নেতৃত্বে ২০১৯ সালে দেশের চতুর্থ মানবাকৃতির রোবট 'রোবট সিনা' তৈরি করা হয়েছিলো। এতে ব্যয় হয়েছিলো ৩৮ হাজার টাকা।


বিবার্তা/বিশাল/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com