শিরোনাম
ইবির নতুন ট্রেজারার ড. আলমগীর
প্রকাশ : ০৫ মে ২০২১, ২২:১৯
ইবির নতুন ট্রেজারার ড. আলমগীর
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বুধবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০ এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়েছে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


এ বিষয়ে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, ‘নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটির কপি পেয়েছি। আমি আগামীকাল উক্তপদে যোগদান করবো। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।'


বিবার্তা/জায়িম/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com