রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৮
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে হাসপাতালে আগত রোগী ও স্বজনদের জিম্মি করে বকশিসের নামে ছয়-সাত গুণ বেশি ভর্তি ফি এবং বকশিসের বিনিময়ে ট্রলিতে রোগী বহন করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত কার্যালয়, রংপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।


দুদকের উপপরিচালক বিবার্তাকে এ তথ্য জানিয়ে বলেন, প্রথমে দুদক টিম ছদ্মবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যবেক্ষণ করে। এসময় হাসপাতালে নির্ধারিত ভর্তি ফি এর অতিরিক্ত টাকা এবং ট্রলিতে টাকার বিনিময়ে রোগী স্থানান্তর করছে চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী এবং মাস্টার রোলে নিযুক্ত পরিছন্নতা কর্মীদের টাকা গ্রহণ করার সত্যতা পাওয়া যায়।


এরপর উপস্থিত সেবা গ্রহীতা, ওয়ার্ড মাস্টার ও আউটসোর্সিং এর কর্মচারীকে হাসপাতালের উপপরিচালক নিকট হস্তান্তর করা হয়।


বিবার্তা/সানজিদা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com