পরিচয়পত্র সংশোধনের জন্য ঘুষ দাবির অভিযোগে দুদকের অভিযান
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৫৫
পরিচয়পত্র সংশোধনের জন্য ঘুষ দাবির অভিযোগে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বরিশালের জেলা নির্বাচন অফিসের কর্মচারীর বিরুদ্ধে সেবা প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করিয়ে দেয়ার নামে ঘুষ দাবির অভিযোগে জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।


অভিযান কালে টিম ছদ্মবেশে দেখতে পায় একজন সেবাপ্রার্থীর এনআইডি সংশোধনের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা পুনঃ তদন্তের জন্য কোয়ারি করলে উক্ত অফিসের অফিস সহায়ক আবেদনকারীর নিকট সংশোধন করে দেওয়ার জন্য ১৫০০০ টাকা ঘুষ দাবি করেন।


একইভাবে ছদ্মবেশে থাকা টিমের এক সদস্যের নিকট উক্ত অফিসের অফিস সহায়ক এনআইডি সংশোধনের জন্য ৩০০০০ টাকা ঘুষ দাবি করেন।


অফিস সহায়ক এবং জেলা নির্বাচন কর্মকর্তার মোবাইলে এনআইডি সংশোধন করে দেওয়া সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ আদান-প্রদানের বিষয়ে প্রমাণ পাওয়া যায়।


এনআইডি সংশোধনের বিষয়ে কোয়ারি করা, আবেদনকারীর নিকট ঘুষ চাওয়া, অফিস সহায়ক ও জেলা নির্বাচন কর্মকর্তার মধ্যে whatsapp ম্যাসেজের বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে অবগত করলে তিনি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং টিম অফিস সহায়ক ও জেলা নির্বাচন কর্মকর্তার মোবাইল সেট দুটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জিম্মায় প্রদান করে।


অভিযোগকারীর মায়ের এনআইডির বিষয়ে অবগত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তা সংশোধন করে দেন।


বিবার্তা/সানজিদা/জেএইচ




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com