
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
সোমবার (২০ জুন) গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধিন নোয়াগাঁও এলাকার তিস্তা গেইটে আনোয়ার সিলিং এবং পপুলার ঔষধ ফ্যাক্টরির সামনে জাকিরের ভাঙ্গারীর দোকান হতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩২), মো. সবুজ (৩৪), মো. ওমর (৩০) ও মো. ওসমান গনি স্বপন (৪০)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি স্বর্ণের চেইন (ওজন অনুমান ৬ আনা), নগদ ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি লোহার তৈরি চাপাতি, ২টি লোহার তৈরি লিভার, ২টি সেলাই রেঞ্জ, ১টি স্ক্রু ড্রাইভার ও ১টি চাকু উদ্ধার করা হয়।
বিবার্তা/তাওহিদ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]