
রাজধানীর কাকরাইল এলাকা থেকে কেরানীগঞ্জে স্বামীর হাতে প্রবাসী স্ত্রী রেশমা আক্তার হত্যা মামলরা প্রধান আসামি মো. নুরুল ইসলামকে (৩৫) গ্রেফতার র্যাব।
রবিবার ২২ মে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় রাজধানীর পল্টন থানাধীন কাকরাইল এলাকা থেকে র্যার-১০ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার (২৩ মে) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০ এর সিও ডিআইজি মাহফুজুর রহমান, বিপিএম (বার)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রবাসী স্ত্রী রেশমা আক্তার তার স্বামী নুরুল ইসলামকে তালাক দেয়া সত্বেও পুনারায় সংসার করার দুদিন পরে কাতার প্রবাসী এক যুবকের সাথে সম্পর্কের সন্দেহে নুরুল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে রেশমাকে হত্যা করে।
ডিআইজি মাহফুজুর রহমান জানায়, নুরুল তার ভাড়া করা বাসায় নিয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে রেশমাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই নুরুল আত্মগোপনে যায়।
নুরুল ইসলামের কাছ থেকে র্যাব একটি পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পরে রেশমার বোন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নুরুল ইসলামসহ ২/৩ জিনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিবার্তা/তাওহিদ/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]