
স্পেনের রাজধানী মাদ্রিদের একটি স্থানীয় রেস্টুরেন্টে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেন ছাত্রলীগ স্পেন শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার সদ্যসাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান। পরিচালনা করেন ছাত্রলীগ নেতা আব্দুর নূর নীরব। স্বাগত বক্তব্য প্রদান করেন স্পেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান নাবিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান, সাইফুর রহমান রাজীব, কে এম শফিকুর নূর, রাজু, মাসুম শেখ, জুনেল, সুজন, সাদেক লষ্কর, সজল, কাউসার, মোকাদ্দস মিয়া, সায়েক আহমদ, ফয়সাল শেখ, মেরাজ হোসাইন, শুভ্রত রয়, মো. সাব্বির, আনিসুর রহমান, তুহিন, সজল হাওলাদার, শাওন, মো. মকদুস মিয়া প্রমুখ।
বক্তারা জাতির জনকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং ১ মিনিট নিরবতা পালন করেন। বাংলাদেশকে দেশরত্ন শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে ধারাকে আরো গতিশীল করার জন্য আহবান জানান। তারা গুজবের বিরুদ্ধে স্বোচ্চার হওয়া আহ্বান জানান।
ছাত্রলীগ স্পেন শাখার সদ্যসাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন, রক্ত এবং ইজ্জত দিয়েছেন তাদের স্মরণ করেন।
তিনি বলেন, শোকের মাস আগস্ট। শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্য দোয়া করা হয়।
বিবার্তা/ইসমাইল/রবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]