শিরোনাম
নিউইয়র্কে আবদুস সোবহান গোলাপ
বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের বিচার করা হবে
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১০:২৩
বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের বিচার করা হবে
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি জিয়াসহ যারা জড়িত, তাদের বিচার বাংলার মাটিতে হবে। এটা শুধু সময়ের ব্যাপার।


শোকের মাস আগস্টের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।


আগস্টের প্রথম প্রহরে নিউইয়র্ক বেলোজিনো পার্টি হলে রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, কালো ব্যাজ ধারণ করে আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দীন আজাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচলনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবু জাহির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইযর্ক বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।


প্রধান অতিথি ড. আবদুস সোবহান গোলাপ প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবার হত্যায় সেদিন যারা সহযোগিতা করেছিল, সেই আত্মস্বীকৃত খুনি, যারা বিদেশের মাটিতে পালিয়ে আছে যুক্তরাষ্ট্র কানাডাসহ তাদের, দেশে ফিরিয়ে নিয়ে আইনের আওতায় আনা হবে।



অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অ্যাডভোকেট আবু জাহির ও নিউইয়র্ক কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা প্রমুখ।


সভায় আরো উপস্থিত ছিলেন- মাহাবুর রহমান, মহিউদ্দীন দেওয়ান, আব্দুর হাসিব মামুন, হাজী এনাম, কাজী কযেস, ড. মাসুদুল হাসান, মুজাহিদুল ইসলাম, সামছুল আবেদিন, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, ওলি হোসেন, জহির আলী, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, হুমায়ন চৌধুরী, এ কে আলমগীর, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কবির আলী, মোহাম্মদ হাসনাত, জেড এ জয়, আল আমিন আকন, নান্টু মিয়া, শিবলী সাদিক, মাহফুজ প্রমুখ।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com