শিরোনাম
মাদ্রিদে স্পেন ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ জুন ২০১৯, ১৯:৪২
মাদ্রিদে স্পেন ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কবির আল মাহমুদ, স্পেন থেকে
প্রিন্ট অ-অ+

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় দিন। এ দিনে ধনী-গরিব সবার মাঝে এক মিলন মেলার সৃষ্টি হয়। ওইদিন বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার পক্ষ থেকে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস সংলগ্ন মেহমান খানায় বুধবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে ও শফিউল আলম সুমনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি তামিন চৌধুরী, এনাম আলী খান, সুলতান মাহমুদ, আব্দুল আহাদ, বাপ্পি রহমান নাবিল, আব্দুন নূর নীরব, সাইফুর রহমান রাজীব, ইলিয়াস শাহ রাজু, কে এম শফিকুন নূর, কাউসার আহমেদ প্রমুখ।


অনুষ্ঠানে তামিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর বুকে মাথা উঁচু করে হাঁটবে। যেকোনো পরিস্থিতিতে আমরা তাদের পাশে আছি।


স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, সরকারের উন্নয়নে সুফল দেশবাসী ভোগ করছে। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে রূপদিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রত্যেকের উচিত সরকারের উন্নয়নমূলক কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে জনসমর্থন বৃদ্ধি করা।


অনুষ্ঠানে স্পেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।


বিবার্তা/কবির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com