
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ রাতে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
মরদেহগুলো হলো- চাঁদপুরের ফরিদগঞ্জের আল আমিন (২৪) ও হাজীগঞ্জের সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), কুমিল্লার লাকসামের মহিন (৩৭) ও দাউদকান্দির রাজু মুন্সী (২৬)।
৭ এপ্রিল রাতে কুয়ালালামপুরের কাছে শ্রমিক পরিবহনকারী বাস খাদে পড়লে পাঁচ বাংলাদেশিসহ ১৪ জন নিহত হন।
বিবার্তা/খলিল/আকবর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]