শিরোনাম
জেদ্দায় আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৫
জেদ্দায় আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বাহীরে প্রবাসে বিপুল উৎসাহ উদ্দীপনায় আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) জেদ্দার কাউন্সিল ২০১৬ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে গনতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরা ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করেন।


২ ডিসেম্বর শুক্রবার রাতে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে জেদ্দা আওয়ামী পরিষদের (আওয়ামী লীগ) কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন১৬। কাউন্সিলার ও ডেলিগেটের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে জেদ্দা আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সম্পন্ন হয়।


নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যশনাল ইংলিশ স্কুলের চেয়ারম্যান কাজী নিয়ামুল বাসির, মো. রফিকুল ইসলাম কিসলু ও ইব্রাহীম চৌধুরী দুলাল। মো. আমান উদ্দিন আমানের পরিচানায় এতে সভাপতিত্ব করেন এ কে খন্দকার আজাদ।


নির্বাচন কমিশনের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। সর্বোচ্চ ভোটে আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটি জেদ্দার নবনির্বাচিত সভাপতি হয়েছেন কাজি গোলাম সালাহ উদ্দিন (নওফেল) ও সাধারণ সম্পাদক সারতাজুল আলম দিপু। এসময় আওয়ামী লীগের প্রবীণ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


কাউন্সিলে ধন্যবাদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মেহেদি হাসান পলাশ, ওমর ফারুক স্বপন, জয়নাল আবেদিন, ময়নুল ইসলাম, সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগ নেতা, মক্কা আওয়ামী পরিষদের যুগ্নসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ, মো. ফখর উদ্দিন, মো. জাকির হোসেন কুটিসহ অনেকেই।


নবনির্বাচিত সভাপতি কাজি গোলাম সালাহ উদ্দিন (নওফেল), সাধারণ সম্পাদক সারতাজুল আলম (দিপু) নির্বাচিত হওয়ায় তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এবং জেদ্দা আওয়ামী পরিষদের সাবেক সভাপতি বর্তমান জাতীয় সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও অভিনন্দন জানান ।


সম্মেলনে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রবাস থেকে কাজ করার জন্য আহবান জানিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত ঘোষনা করেন সভাপতি এ কে খন্দকার আজাদ ।


বিবার্তা/সাগর/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com