শিরোনাম
২৬ অক্টোবর শুরু হচ্ছে কানেক্ট বাংলাদেশের রোম সম্মেলন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১১:৪৫
২৬ অক্টোবর শুরু হচ্ছে কানেক্ট বাংলাদেশের রোম সম্মেলন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর কানেক্ট বাংলাদেশের (Connect Bangladesh) রোম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে আয়োজকদের প্রস্তুতি শেষ পর্যায়ে।


‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ এই স্লোগান নিয়ে কানেক্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কেন্দ্রীয় নেতাসহ প্রচুর সংখ্যক প্রবাসী ইতালির রাজধানী রোমে অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশ নেবেন।


সম্মেলনে প্রোগ্রামের ঘোষণা, সাধারণ সভা, সংবাদ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।


এছাড়াও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বৈত নাগরিকত্ব আইনের প্রবাসীদের স্বার্থবিরোধী ধারা বাতিল, প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সমসাময়িক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় এবারের সম্মেলনে গুরুত্ব পাবে।


উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অধিকার ও স্বার্থরক্ষার্থে প্রতিষ্ঠিত কানেক্ট বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন।


বিবার্তা/খোকন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com