শিরোনাম
নিউইয়র্কে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ১১:০৪
নিউইয়র্কে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাম্প্রতিক নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ টেস্ট অব লাহোর রেস্টুরেন্টে জাতীয় পার্টির নিউইয়র্ক মহানগর শাখা পুনর্গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার, ডা. সেলিম উদ্দিন, জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী ডা. নার্গিস রহমান ও সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।


সভায় আগামী ২ বৎসরের জন্য জাতীয় পার্টি নিউইয়র্ক শাখার সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মতিনসহ ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটি আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে মিলে মিশে কাজ করবে এবং চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করবে।


সভায় বক্তারা বলেন, আমাদের নেতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেব একটি চমক দেখাবেন। বর্তমান সংসদের বিরোধী দল আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবেন। বাংলাদেশের দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের হাতে আজ দেশ বন্দি হইয়া আছে। চেয়ারম্যান এরশাদ সাহেব দেশ বিদেশে আগামী দিনে নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে জোয়ার তোলার জন্য নির্দেশ প্রদান করেন।


বিবার্তা/খোকন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com