শিরোনাম
বেলজিয়ামের কাউন্সিলর হলেন নলছিটির পুত্রবধূ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:১১
বেলজিয়ামের কাউন্সিলর হলেন নলছিটির পুত্রবধূ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে স্থানীয় নির্বাচনে নলছিটির পুত্রবধূ শায়লা শারমীন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।


১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন তিনি। শায়লা শারমীন বাংলাদেশীসহ তিনি সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


শায়লা শারমিনের স্বামী জাহিদুল ইসলামের চাচাতো ভাই শাকিল বেপারী জানান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের দেওপাশা গ্রামের জাহিদুল ইসলাম বেপারীর স্ত্রী শায়লা শারমিন। বরিশালের আলেকান্দা শহরের শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র ছেলে সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন। ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে আসেন শায়লা শারমীন।


তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন। শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় । তার এই বিজয় বেলজিয়ামে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল এবং সুনাম বৃদ্ধি হয়েছে। তিনি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলার সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।


বিবার্তা/আমিনুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com