শিরোনাম
বাহরাইনে ভবন ধসে নিহত ৪ বাংলাদেশী, আহত ২৬
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ০৯:৩৮
বাহরাইনে ভবন ধসে নিহত ৪ বাংলাদেশী, আহত ২৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাহরাইনের রাজধানী মানামায় ভবন ধসে অন্তত চারজন বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে ২৬ বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নাগরিক।


মানামায় বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানায়। মঙ্গলবার রাতে ঘটা এ ঘটনায় আহত বাংলাদেশীদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।


নিহত চারজন হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। অন্যজন আলো মিয়া। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া আহত দুই ব্যক্তিকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। ১৩ জন ভর্তি আছেন সাধারণ বিভাগে। অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেট-সংলগ্ন তিনতলাবিশিষ্ট ওই ভবনধসের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


দুর্ঘটনাকবলিত ওই ভবনটি বেশ পুরোনো। এতে অর্ধশত প্রবাসী বাংলাদেশি বসবাস করতেন। যাদের অধিকাংশই বৃহত্তর কুমিল্লা জেলার বাসিন্দা।


দুর্ঘটনা কবলিত ভবনের বাসিন্দা বা তাদের আত্মীয় স্বজনদের দূতাবাসের এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের নম্বর ৩৩৩৭৫১৫৫।


বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করেন। আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com