শিরোনাম
রায়ে সন্তুষ্ট নয় ইউরোপিয়ান আ.লীগ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ১৯:৪৮
রায়ে সন্তুষ্ট নয় ইউরোপিয়ান আ.লীগ
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এমএ গনি বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ঘোষিত রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই।


গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারায়। হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হলে এই রায়ের যথার্থতা থাকতো। রাষ্ট্রপক্ষের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিল করা উচিত। ইউরোপের সব দেশের নেতৃবৃন্দকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়েছেন নেতৃদ্বয়।


ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, লোকমান হোসেন আব্দুল্লাহ বাকী যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, ড. বিদ্যুৎ বড়ুয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন আতা, সাধারণ সম্পাদক রিজভী আলম, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, গ্রিস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সাবেক সভাপতি রফিকুল্লাহ, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ গ্রেনেড হামলার রায়ে তারেক জিয়ার ফাঁসির দাবি জানিয়েছেন।


বিবার্তা/বিদ্যুৎ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com