শিরোনাম
খালেদার মুক্তি চেয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৪
খালেদার মুক্তি চেয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন দেয়ার দাবিতে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা।


গত বুধবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর এক কর্মকর্তার কাছে ওই স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন, সহ-সভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াস, অ্যাডভোকেট নাসরিন আক্তার, সলিসিটর নাসের খান অপু, অ্যাডভোকেট আবুল হাসনাত, অ্যাডভোকেট মাহবুব আলম তুহা, সাহিদুর রহমান, ইফতেকার হাসানুজ্জাম রনি প্রমুখ।


আইনজীবীরা দাবি করেন, কালবিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার ও বিরোধী দলীয় নেতা কর্মীদের চলাচলে সকল প্রকার বাঁধা দূরীকরণসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে হবে।


বিবার্তা/আশিক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com