শিরোনাম
সুইডেন আ.লীগের প্রতিনিধি দল এখন হাঙ্গেরী
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ০৯:১৬
সুইডেন আ.লীগের প্রতিনিধি দল এখন হাঙ্গেরী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইডেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ইউসুফ আলী রতন এক প্রেস বিজ্ঞপ্তি বলেন, ২৮ নভেম্বর সোমবার হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে শুরু হচ্ছে বিশ্ব পানি সম্মেলন।


দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের পাশাপাশি যোগ দেয়ার জন্য বুদাপেস্টে আসছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রীর হাঙ্গেরী আগমনকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা কর্মিরা প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে এবং এক নজর দেখার জন্য সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্তের নেতৃত্বে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে জড়ো হতে শুরু করেছেন। সুইডেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনিল দাস গুপ্তের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ইতিমধ্যেই হাঙ্গেরী পৌঁছেছেন।


প্রতিনিধি দলের সদস্যরা হলেন সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক রানা, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ মাসুম বারী, সহসাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ (মান্নান), আন্তর্জাতিক সম্পাদক আবিদ খান, কার্যকরী পরিষদ সদস্য নূর সালাম চাইনিজ।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com